Exit Poll (পর্ব ৩): রাজ্যে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী বলছে EXIT POLL? | ABP Ananda LIVE
LokSabha Election: লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) মহাযজ্ঞ শেষ দফা চলছে। মঙ্গলবার ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ? তা দেখার অপেক্ষায় বসে সকলে। সকলের মনে একটাই প্রশ্ন, কী হতে চলেছে বাংলায়?
লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ। ভোটশেষে নির্ধারিত সময়ের পরে বেরোল বুথ ফেরত সমীক্ষাও (Exit Poll 2024)। এবিপি সি ভোটারের (ABP C Voter Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে একাধিক চমক। তার মধ্যেই রয়েছে ওড়িশাও।
ওড়িশায় (Odisha Exit Poll 2024) ভোট নিয়ে যে পরিসংখ্যান উঠে এসেছে এবিপি সি ভোটার সমীক্ষায় তা কার্যত চমকে দেওয়ার মতো। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল এবার একেবারে উল্টে যেতে পারে। যে রাজ্যে সামান্য কয়েকটি আসন পেত বিজেপি। এবার সেখানেই একেবারে আসন সংখ্যার নিরিখে বৃহত্তম দল হতে পারে পদ্ম-শিবির। অনেক কম আসন পেতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি।