ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২০২৫) পর্ব ২: SIR-নিয়ে মতুয়া-ক্ষোভের আবহেই রানাঘাটে প্রধানমন্ত্রী, তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের
'২২ ডিসেম্বর রেকর্ড সমাবেশ হবে,' তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন হুমায়ুন : সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই তাঁর সভা রয়েছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে ওইদিন নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। এনিয়ে হুঙ্কার ছেড়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেছেন, "মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনও রাজনৈতিক দল বা কোনও নেতা এত সংখ্যক লোক...আপনারা দেখে নেবেন ২২ তারিখে। অনুমতি পেয়ে গিয়েছি। মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গিয়েছি। বেলডাঙা থানার পুলিশেরও অনুমতি পেয়ে গিয়েছি। এত পরিমাণ লোক হবে মুর্শিদাবাদ জেলার...স্বাধীনতার পর যে কোনও রাজনৈতিক দলের যে সভা-সমিতি হয়েছে, সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে।"
হাসিনা-বিরোধী ছাত্রনেতার খুনের জেরে জ্বলছে বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে খুন, জ্বালিয়ে দেওয়া হল দেহ। মৌলবাদীদের তাণ্ডবে তছনছ সংস্কৃতি-কেন্দ্র। রেহাই পেল না রবীন্দ্রনাথের বই, ছেঁড়া হল লালন-নজরুলের ছবি। ঢাকায় সংবাদমাধ্যমের অফিসে তাণ্ডব, খুলনায় সাংবাদিককে গুলি করে খুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টি, বন্ধ হল দুটি ভিসা-আবেদন কেন্দ্র। SIR-নিয়ে মতুয়া-ক্ষোভের আবহেই কাল রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। "দুর্নীতি-চাকরিচুরির জবাব দেব," প্রস্তাবিত মসজিদের জমি থেকে তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের।
All Shows






























