ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৫.২৫) পর্ব ১: আন্দোলনেরও লক্ষ্মণরেখা আছে এসএসসি চাকরিহারাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Ghanta Khanek Sange Suman: পুলিশের মার, থানায় তলব, এবার মার খাওয়া শিক্ষকদেরই লক্ষ্মণরেখা মনে করালেন মুখ্যমন্ত্রী। "দুর্নীতির লক্ষ্মণরেখা কোথায়?" পাল্টা প্রশ্ন তুলছেন চাকরিহারারা। "আন্দোলনে শিক্ষক কম, বাইরের লোক বেশি," এবার বহিরাগত-তত্ত্ব মুখ্যমন্ত্রীর। "সবাই বাড়ির লোক, এসে দেখে যান," পাল্টা চ্যালেঞ্জ আন্দোলনকারীদের। একবছরে চার-চারবার এ রাজ্যে এসেছিল পাক-চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি! ভ্লগিংয়ের নামে হাওড়া, শিয়ালদা স্টেশন, দক্ষিণেশ্বর মন্দিরের নিখুঁত বিবরণ! হামলার আগে পাকিস্তান থেকে ফিরেই কাশ্মীরে গেছিল জ্যোতি! 'অপারেশন সিঁদুর'-এরও তথ্য পাচার? সম্পর্ক পাক দূতাবাসেও! রহস্য লুকিয়ে ল্যাপটপে?
লাঠি চালাল পুলিশ, গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীদের থানায় হাজিরার নোটিসও পাঠাল পুলিশ। এই পরিস্থিতিতে আজ এসএসসির চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের লক্ষ্মণরেখা মনে করালেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'আমি আন্দোলনের বিপক্ষে নই। কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণরেখা আছে।' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অতীতের বিধানসভা ভাঙচুরের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সুর শোনা গেল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলাতেও। বললেন, 'আন্দোলন করাটা সবার অধিকার, কিন্তু ধ্বংসাত্মক আন্দোলন নয়। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনও উগ্র হয় না। আন্দোলন কখনও হিংস্র হয় না। এরইমধ্য়ে চাকরিহারারা বলছেন - এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে ধ্বংসের আর কী হতে পারে? এটা কি ধ্বংসাত্মক নয়?
All Shows































