ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.৫.২৫) পর্ব ২: ভুল স্বীকার না করে, উল্টে বিচারব্যবস্থাকেই দোষী করছে তৃণমূল: প্রধানমন্ত্রী। উনি মিথ্যের সওদাগর, পাল্টা মমতা
GhantaKhanek Sange Suman: দুর্নীতি থেকে সিঁদুর, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধে বেজে গেল ২৬-এর দামামা। "সিঁদুরখেলার মাটিতে সিঁদুর নিয়ে তো বলবই," সেনার বীরত্বকে হাতিয়ার নরেন্দ্র মোদির। "আপনি সিঁদুর বেচতে এসেছেন" পাল্টা মমতা বন্দ্যোপাধ্য়ায়। "শাসক বিধায়ক, কাউন্সিলর ঘরে আগুন লাগায়, তামাশা দেখে পুলিশ," প্রধানমন্ত্রীর মুখে মালদা-মুর্শিদাবাদের দাঙ্গা। "সব দাঙ্গা করিয়েছে বিজেপিই, প্রমাণ আছে," জবাব মুখ্যমন্ত্রীর। "শুধু ২৬ হাজার নয়, পুরো শিক্ষাব্যবস্থাকেই ধ্বংস করেছে তৃণমূল নেতারা," আক্রমণে মোদি। "সবথেকে বেশি দুর্নীতি করেছে বিজেপিই, উনি মিথ্যের সওদাগর," পাল্টা মমতা। "ভুল স্বীকার না করে, উল্টে বিচারব্যবস্থাকেই দোষী করছে তৃণমূল," বললেন প্রধানমন্ত্রী। "কোর্ট তো আপনিই চালান," জবাব মুখ্যমন্ত্রীর।
দেশের হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সওয়াল করছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সন্ত্রাসবাদ নিয়ে চড়া সুরে আক্রমণ করছেন পাকিস্তানকে। এই পরিস্থিতিতে, রাজ্য়ে এসে, তৃণমূল সরকারকে আক্রমণ করায়, প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, বিদেশের মাটিতে আমাদের দলের সাংসদও(অভিষেক বন্দ্যোপাধ্যায়) দেশের জন্য গলা ফাটাচ্ছেন আর উনি (প্রধানমন্ত্রী) বাংলায় এসে বাংলাকে গালিগালাজ করছেন!






























