ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৯.৭.২৫) পর্ব ২: মোদি রাজ্যে ব্রিজ ভেঙে বিপত্তি।'পথশ্রী'র রাজ্যে হতশ্রী রাস্তা
Ghanta Khanek Sange Suman: ডোমজুড়ে লাঠিচার্জ, যাদবপুরে খণ্ডযুদ্ধ, বাম-কংগ্রেসের বনধে দিকে-দিকে অশান্তি। বুনিয়াদপুরে পুলিশের চড় CPM কর্মীকে, কলেজ স্ট্রিটে চড় খেল পুলিশই।তুফানগঞ্জে 'পেটাই-হুমকি,' ধূপগুড়িতে 'দাদাগিরি' -- পুলিশের সঙ্গে পেশিপ্রদর্শন শাসকদলেরও। "কেন্দ্রের কাছে নম্বর তুলতেই বনধ রোখার চেষ্টা," সেটিং-তত্ত্ব বাম-কংগ্রেসের। "কেরলে কেন বনধ-বিরোধিতা CPM সরকারের?" পাল্টা প্রশ্ন তৃণমূলের। তৃণমূলের ২১ জুলাইয়ের তিনদিন আগে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, করবেন জনসভা। মোদির রাজ্যে মাঝনদীতে ব্রিজ ভেঙে মৃত অন্তত ১০, "এটাই গুজরাত-মডেল," কটাক্ষ তৃণমূলের। 'পথশ্রী'র রাজ্যে হতশ্রী রাস্তা, ডুলিতে চেপে হাসপাতালে গেলেন রোগী।
একবিংশ শতাব্দীতে যখন মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, মহাকাশে নতুন ইতিহাস তৈরি করছে দেশ, তখন পশ্চিম মেদিনীপুরের গ্রামে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা পেতে বাঁশের ডুলিতে করে নিয়ে যেতে হচ্ছে! এমনই করুণ ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। স্থানীয়রা বলছেন, গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সানদেউলি গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই শোচনীয়। অ্যাম্বুল্যান্স ঢোকা
তো দূরের কথা, হেঁটে পার হওয়াও একপ্রকার অসাধ্য। গ্রাম পঞ্চায়েত, বিডিও থেকে জেলাশাসক, দুয়ারে দুয়ারে কড়া নেড়েও সুরাহা হয়নি। এবার অসুস্থ বৃদ্ধাকে বাঁশের ডুলি করে নিয়ে যাওয়ার এই ছবি ভাইরাল হতে অবশ্য টনক নড়েছে প্রশাসনের। গ্রাম পঞ্চায়েত থেকে লোক পাঠিয়ে রাস্তা মাপা হয়েছে। কিন্তু আদৌ কাজ হবে কি?






























