ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.১০.২০২৪) পর্ব ২: সিভিক নিয়োগ নিয়ে রাজ্যকে 'সুপ্রিম' প্রশ্ন | বাংলায় বেজে গেল উপনির্বাচনের দামামা
Ghanta Khanek Sange Suman: ছিঁড়ল শেকল, ভাঙল লৌহকপাট। হাইকোর্টের অনুমতিতে রানি রাসমণি অ্যাভিনিউয়েই ডাক্তারদের 'দ্রোহ কার্নিভাল'। পুলিশের জারি করা বিজ্ঞপ্তি খারিজ বিচারপতি রবিকৃষণ কপূরের। হাইকোর্টের নির্দেশ আসতেই ফের রাজপথে নামল নাগরিক সমাজ। রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী, ধর্মতলায় মানববন্ধন জুনিয়র ডাক্তারদের। সিভিক নিয়োগ নিয়ে আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য।সিভিক নিয়োগ সংক্রান্ত সব তথ্য চাইলেন দেশের প্রধান বিচারপতি। প্রতিবাদের আবহেই বাংলায় বেজে গেল উপনির্বাচনের দামামা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
এবার আর জি করকাণ্ডের শুনানিতেও, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ইঙ্গিতপূর্ণভাবে প্রধান বিচারপতি বললেন, 'সিভিক ভলেন্টিয়ার নিয়োগ একটা সুন্দর ব্যবস্থা,যেখানে, রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে!' পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্য় সরকারের কাছে হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত।