Fake Saline : প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেন্ড একাধিক চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যালে অবস্থানে ডাক্তাররা
ABP Ananda LIVE : প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান। মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের অবস্থান। অধ্যক্ষের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থান। প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেন্ড ৭ জুনিয়র ডাক্তার-সহ ১৩ জন চিকিৎসক।
জিরো টলারেন্স নীতিতে জোর, পুলিশের কড়া অবস্থান বোঝালেন ADG আইনশৃঙ্খলা
পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের এনকাউন্টারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আইনত পুলিশ যেখানে গুলি চালাতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হবে। এখানেই বিরোধীদের প্রশ্ন, অভিযুক্ত যদি তৃণমূলের হয়, তাহলে পুলিশের এই কড়া অবস্থান দেখা যাবে তো?
পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁর মুখে শোনা গেল 'এনকাউন্টার' থেকে 'জিরো টলারেন্সে'র প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত হয়েছে, পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া সাজ্জাক আলম। পুলিশের দাবি, শনিবার, সাত সকালে, বাংলাদেশে পালানোর সময় পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করেন তিনি। বাধ্য হয়ে পুলিশও গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় খুনের মামলায় পলাতক বিচারাধীন বন্দি সাজ্জাক আলমের। গোয়ালপোখরে দুই পুলিশ গুলিতে জখম হওয়ার পরই উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।


















