West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
গুড়াপে শিশুকে ধর্ষণ-খুন, দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ড। শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ৫৫দিনের মাথায় সাজা ঘোষণা। চুঁচুড়ার পকসো আদালতে দোষী অশোক সিংহের ফাঁসির সাজা। ২৪ নভেম্বর: হুগলির গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। এধরনের কোনও অপরাধী ছাড়া পাবে না বলে পোস্ট মুখ্যমন্ত্রীর। 'আপোসহীন দ্রুত ন্যায়বিচার পাওয়া যায় বাংলায়'। 'নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বাংলায় জিরো টলারেন্স নীতি'। এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
WB Live News Update: প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে FIR, আন্দোলন নিয়েই ভিন্নমত
প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে FIR, আন্দোলন নিয়েই ভিন্নমত। ভোটাভুটিতে কর্মবিরতির পক্ষে অধিকাংশের রায়, তাও মতবিরোধ। কর্মবিরতির ভোটাভুটিতে হেরেও কাজ চালিয়ে যাওয়ার পক্ষে একাংশ --। কর্মবিরতি না অন্য কিছু? সাড়ে ৫ ঘণ্টার বৈঠকেও অধরা সিদ্ধান্ত।
West Bengal News Live: পুরসভার মাসিক অধিবেশনে বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ও অনন্যার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গ
কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ও অনন্যার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গ। মাসিক অধিবেশনে দুটি প্রসঙ্গ উত্থাপন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। বাঘাযতীনকাণ্ডে দোষী কাউন্সিলর, অথচ বাসিন্দাদের বিরুদ্ধে মামলা কেন ? প্রশ্ন সজল ঘোষের। অনন্যার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ সজলের। '১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ'। 'সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়'। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। বেআইনি অভিযোগ প্রসঙ্গে অনন্যার পাশে কলকাতা পুরসভার মেয়র। সামান্য অংশে বেআইনি নির্মাণ হয়েছিল, পুরসভা পরে ঠিক করে দেওয়া হয়েছে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
WB Live News Update: কালিয়াচকে তৃণমূলকর্মী খুন, মূল অভিযুক্ত জাকির গ্রেফতার
কালিয়াচকে তৃণমূলকর্মী খুন, মূল অভিযুক্ত জাকির গ্রেফতার । প্রকাশ্যে তৃণমূলকর্মীকে থেঁতলে খুন, অবশেষে গ্রেফতার জাকির । কালিয়াচকে হামলায় ২জন গ্রেফতার, এখনও অধরা ৬ অভিযুক্ত
West Bengal News Live: কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার জুনিয়র চিকিৎসক নাইয়াকে তলব
কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার জুনিয়র চিকিৎসক নাইয়াকে তলব। সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় আসফাকুল্লা নাইয়াকে হাজিরার নোটিস। বিশেষজ্ঞ না হয়েই স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ। নিয়ম ভেঙে ENT বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে নোটিস। আর জি করকাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া । কাকদ্বীপে নাইয়ার বাড়িতে পুলিশি তল্লাশির নামে তছনছের পাল্টা অভিযোগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
