ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১২.০৯.২৫)পর্ব ২: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে স্কুলছাত্র খুন! কোথায় নিরাপত্তা?
GhantaKhanek Sange Suman: পাড়ায় বন্দুক হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা, মেট্রো স্টেশনে ভোজালির কোপ ! উত্তর থেকে দক্ষিণ -- দিকে দিকে হাড় হিম করা ছবি । সন্ধেয় পিস্তল নিয়ে দাপাদাপি, মাঝরাতে বোমা । থোড়াই কেয়ার পুলিশকে! গুলশন কলোনি যেন অপরাধের বাগান । 'বাইরে থেকে অস্ত্র এনে থাকছে দুষ্কৃতীরা, পুলিশকে বলেও লাভ হয়নি,' বলছেন তৃণমূল কাউন্সিলর । ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে স্কুলছাত্র খুন । ব্যাগের মধ্যে অস্ত্র নিয়ে কীভাবে স্টেশনে? প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, ক্যাম্পাসেই ঝিল থেকে মিলল দেহ । নির্দিষ্ট সময়ের পরেও কেন অনুষ্ঠান? কীভাবেই বা পুকুরে পড়ল ছাত্রী? উঠছে অসংখ্য প্রশ্ন
আরও খবর...
দুপুর তখন আড়াইটে। ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সবার চোখের সামনেই এক স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে ফেলে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বরানগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। সামান্য বচসা থেকেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে ব্রিজি স্টেশন অর্থাৎ ব্লু লাইনে সাধারণ কাজের দিনে সাড়ে ৫ থেকে ৬ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেখানে খুনের মতো ভয়াবহ ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা। খুনে অভিযুক্ত ছাত্র এখনও পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম































