ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.০৮.২১) পাঞ্জশির প্রদেশে তালিবান-বিরোধী আফগান নেতাদের বৈঠক। এবার কি গৃহযুদ্ধের পথে আফগানিস্তান ? কেমন আছেন কাবুলে আটক ভারতীয়রা ? কী চাইছেন পরিজনরা ?
তালিবানের কব্জায় আফগানিস্তান। আর দেশে থাকা পরিজনদের নিয়ে চিন্তায় কর্মসূত্রে কলকাতায় থাকা আফগানিস্তানের বাসিন্দারা। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বাড়ছে উৎকণ্ঠা। আফগানিস্তানের রাশ এখন তালিবানের হাতে। আর এটা ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগের হতে চলেছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন, এরপর তালিবানের কোনও অংশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে অশান্তি তৈরি করতে তৎপর হবে না তো? আয়লান কুর্দিকে মনে আছে? সিরিয়ার সেই ছোট্ট তিন বছরের ছেলেটা, পরিবারের সঙ্গে গভীর রাতে সমুদ্র পেরিয়ে যে চেয়েছিল ইউরোপে আশ্রয় নিতে। পরের দিন তুরস্কের সমুদ্রতীরে, তার নিথর শরীরের ছবি গোটা পৃথিবীতে ঝড় তুলে দিয়েছিল। আজ কাবুল বিমানবন্দরে একটা ক্রেটের মধ্যে পড়ে থাকা একলা শিশুর ভাইরাল ছবিটা, ফিরিয়ে আনল সেই যন্ত্রণা আর আতঙ্কের স্মৃতি। ক্ষমতায় ফিরেই নিজমূর্তি ধারণ করেছে তালিবানরা। কোথাও প্রাণভয়ে পালাতে থাকা মানুষকে নির্বিচারে গুলি করা হচ্ছে, কোথাও রাস্তায় বেঁধে মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। আটকে থাকা ভারতীয়দের নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই অনুষ্ঠানেই শোনাব, কাবুলে এখনও আটকে থাকা বাঙালি যুবকের মুখে তাঁর অভিজ্ঞতার কথা। কাবুল-ফেরত আরেক বঙ্গসন্তান সরাসরি শোনাবেন তাঁর অভিজ্ঞতা। কিন্তু শুরুতেই দেখাব, আফগানিস্তানে ক্ষমতা দখলের পরেই শুরু হয়ে গেল তালিবানি অত্যাচার।