Hoy Ma Noy Bouma: হরগৌরী পাইস হোটেলে বিনে পয়সাতেই আড্ডা দেওয়া যায়, আড্ডায় মনের জানলা খুললেন অর্ণব | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: স্বাদের সন্ধানে ভিড় জমছে ডায়মণ্ড দিদির দোকানে? মেনুতে ইডলি, বড়াপাও, ছোলেবাটুরে? শ্যুটিংয়ের অবসরে অয়ন জানালেন এই স্বাদের সন্ধান পাবেন কোথায়। নতুন ধারাবাহিকের সফরে । আরও অনেক প্রসঙ্গই এল কথায় কথায়। খাবারের স্টল থেকে এবার চলুন দাঁড়িয়ে পড়বেন পাইস হোটেলের সামনে। কী বলছেন? খিদে নেই এখন? কোনও ব্যাপার নয়, হরগৌরী পাইস হোটেলে বিনে পয়সাতেই আড্ডা দেওয়া যায়। আজ আড্ডায় মনের জানলা খুললেন অর্ণব।
আরও খবর..
২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের কোন্দল চরমে। দুই গোষ্ঠীর মিছিল থেকে স্লোগান, পাল্টা স্লোগান। ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর সঙ্গে ব্লক সভাপতি উত্তম বিটের সংঘাত তুঙ্গে।দুই নেতার দুই মিছিল ঘিরে উত্তেজনা
মুকুল রায়ের অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে।