চুঁচুড়ায় জেল ফেরত দুষ্কৃতীকে পিটিয়ে খুন, গ্রেফতার ২
জেল ফেরত দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ। পুকুর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। হুগলির চুঁচুড়ার ৩ নম্বর গেট সমবায় পল্লির ঘটনা। খুনে জড়িত সন্দেহে গ্রেফতার ২ দুষ্কৃতী। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। মৃতের নাম সুমিত সরকার। পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের ওই দুষ্কৃতী মোবাইল চুরির ঘটনায় মাস সাতেক আগে জেলও খাটে।সম্প্রতি অন্য আরেকটি অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। এরই মাঝে কয়েকদিন এলাকাছাড়া ছিল ওই দুষ্কৃতী। পরিবারের দাবি, গতকাল বাড়ি ফেরার পর, সন্ধে থেকে নিখোঁজ ছিল সে। রাতে বাড়ির কাছেই পুকুরের ধারে রক্তমাখা চটি, মোবাইল ও উইকেটের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে চুঁচুড়া থানার পুলিশ পুকুর থেকে ওই দুষ্কৃতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। খুনের ঘটনায় দুই দুষ্কৃতী সুমিত সিংহ ওরফে ভুটুন ও অভিজিৎ দাস ওরফে নাটাকে গ্রেফতার করেছে পুলিশ।