Jukti Takko: 'দুর্নীতি, স্বজনপোষণ লাগামছাড়া অবস্থায় পৌঁছে গেছে', মন্তব্য বোলান গঙ্গোপাধ্যায়ের
Bolan Ganguly: 'এই জায়গাটা মুক্তচিন্তার জায়গা, সেখানে এসে ২৬ সালে কে ভোটে জিতবে এই নিয়ে আলোচনা দর্শক হিসেবে আমি আশা করি না। আজকে আমাদের দেশে দ্বন্দ্ব কথাটা আক্ষরিক অর্থে সত্য হয়ে উঠেছে। অর্থাৎ আমাদের দেশ এখন সত্যি কুকথায় পঞ্চমুখ। আমরা যারা একটু আধটু সরকারের বিরুদ্ধে কথা বলি তাদের অনেককেই কুকথা শুনতে হয়েছে। নন্দীগ্রামে মাইক বাজিয়ে বিনয় কোঙার কী অকথ্য কথা বলেছিলেন সে কল্পনা করা যায় না। মেধা পাটেকর এসেছিলেন নন্দীগ্রামের মেয়েদের সাথে কথা বলতে তখন ওখানকার স্থানীয় নেতারা মেয়েদের দিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করিয়েছিলেন। বাংলায় এসে মেধার এমন অভিজ্ঞতার জন্য অপর্ণা সেন ওঁর কাছে পরে ক্ষমা চেয়েছিলেন। রাজনীতিতে দুর্নীতি, স্বজনপোষণ, টাকা চুরি স্বাধীনতার পর থেকে চলছে, কিন্তু এখন সমস্ত বিষয়টা লাগামছাড়া অবস্থায় চলে গেছে।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন বোলান গঙ্গোপাধ্যায়?
All Shows






























