Jukti Takko:'কালীগঞ্জের ঘটনা নৃশংস, হৃদয় বিদারক',যুক্তি তক্কো অনুষ্ঠানে আর কী বললেন অরূপ চক্রবর্তী?
ABP Ananda LIVE : 'কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা শুধু মর্মান্তিক বললেও কম বলা হয়, নৃশংস, হৃদয় বিদারক এবং ধিক্কারযোগ্য,কন্য়াহারা মা-কে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারও নেই।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরতম বার্তা দিয়েছেন, প্রশাসনকে বলেছেন রাজধর্ম পালন করার জন্য, তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই পদক্ষেপ কালবিলম্ব না করে গ্রহণ করবার জন্য , পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়েছে, ৪জন গ্রেফতার হয়েছে। শুধু গ্রেফতার নয় তাদের যাতে শাস্তি হয় প্রশাসনিক স্তরে যা যা করার দরকার সেই বির্দেশও দিয়েছেন। এই শোকার্ত পরিবারের সাথে আমরা সকলে আর কোনও মায়ের কোল যাতে খালি না হয়ে যায় নিশ্চিতভাবে সেই কামনাই করবেন। বঙ্গে এই রাজনীতির ধারা নতুন নয়। এই ঘটনার প্রত্য়েক TMC কর্মী চূড়ান্ত নিন্দা করে প্রত্যেকের কঠোরতম শাস্তির দাবি করেছেন,' যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন অরূপ চক্রবর্তী ।
All Shows






























