Jukti Takko: 'ফেইলড স্টেট' হওয়ার পথে দাঁড়িয়ে বাংলাদেশ', যুক্তি তক্কো অনুষ্ঠানে বললেন দেবাশিস দাস
Jukti Takko : গত ৪০ বছর ধরে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কাজ করছি। দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় সেনাবাহিনী না থাকলে, ইন্দিরা গান্ধী না থাকলে মুক্তিবাহিনী ১০০ বছরেও স্বাধীন করতে পারত না তাঁদের নিজেদের। তাঁদের না ছিল কোনও সাবমেরিন, না ছিল কোনও ফাইটার এয়ারক্রাফট, না ছিল কোনও অস্ত্র। বাংলাদেশে চরমপন্থী উগ্রবাদী ইসলামিক মৌলবাদের উত্থান ঘটছে। এখনও 'ফেইলড stet না হলেও 'ফেইলড স্টেট' হওয়ার পথে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বললেন প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তিনি আরও বলেন, বাংলাদেশে অরাজকতা শুরু হয় ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। কে বাংলাদেশের সর্বোচ্চ পদে বসে পাকিস্তানের আইএসআই দের ডাকছে? কে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছে? কে নিজেদের বঙ্গোপসাগরের গার্জেন বলছে? যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে আর কী বললেন ব্রিগেডিয়ার দাস? দেখুন ভিডিয়ো
All Shows






























