যুক্তি তক্কো পর্ব ১:"হিন্দুর ভোট, মুসলিম ভোট -- নানা হিসেব চলে, সুষ্ঠু ভোটের আশাটুকু,এবারও অথৈ জলে?”
ABP Ananda LIVE: “একটামাত্র কেন্দ্র, তাও শিশুর রক্তে ভিজল মাটি!/বঙ্গে তবে শান্তির ভোট -- ‘সোনার পাথরবাটি!’ হিন্দুর ভোট, মুসলিম ভোট -- নানা হিসেব চলে, সুষ্ঠু ভোটের আশাটুকু, এবারও অথৈ জলে?”
সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ''এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।'' আর দুর্ভাগ্য় আমাদের, কালীগঞ্জে হল ঠিক তার উল্টো। এই হিংস্র-সমাজ, এই হিংস্র-রাজনীতি, শিশুটাকেই বাধ্য় করল, পৃথিবী ছেড়ে চলে যেতে। যে আঙুলে গণতন্ত্রের উৎসবের কালির দাগ লেগে থাকার কথা, সেই আঙুলে লেগে গেল, নিষ্পাপ শিশুর রক্ত। জয়ের আবিরে খেলা হল রক্তের হোলি। বহু সন্তানের মৃত্য়ুর পর হওয়া মেয়েটাকে, তার বাবা আদর করে 'ক্ষেপি' বলে ডাকতেন। আর বাস্তবে, বিজয়োল্লাসে, রাজনীতি-ক্ষ্য়াপা কিছু মানুষ, অবলীলায় কেড়ে নিল তার জীবন। 'ক্ষেপি'র আসল নাম, এতক্ষণে আমরা সবাই জেনে গেছি- তামান্না। শেষে সেই 'তামান্না' বা আকাঙ্খাটাই থাক আমাদের সবার তরফ থেকে- এরাজ্য়ও, দেশের অন্য় রাজ্য়ের মতো, একটা মৃত্য়ুহীন, রক্তপাতহীন, মায়ের বুকফাটা কান্নাহীন ভোট আর ভোটগণনা দেখুক।
All Shows






























