Suman Banerjee: 'RG কর আন্দোলন প্রমান করে দিয়েছে বাংলার বুকে গণতন্ত্র আছে',বললেন সুমন বন্দ্যোপাধ্যায়
Jukti Takko: 'হাথরাসে যাদের জেলের পিছনে থাকার কথা তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আর নির্যাতিতার পরিবারের লোকজন সিআইএসএফের পাহারায় ঘরবন্দি রয়েছেন। প্রতিশ্রুতি মতো চাকরি হয়নি, বিচার পাননি তাঁরা। দুর্নীতি ভারতের রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর জি কর আন্দোলনের কিছু টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। আর জি কর আন্দোলন প্রমান করে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র আছে, প্রতিবাদের পরিসর আছে। আর জি করের ক্ষেত্রে সিবিআই নতুন তথ্যপ্রমাণ পেশে ব্যর্থ তেমনি নতুন কোন অপরাধীকে গ্রেফতার করতেও ব্যর্থ। সিবিআই তদন্ত চেয়ে মানুষ পথে নামলেও, একাধিক ঘটনার তদন্তে রাজ্য পুলিশ সাফল্য পেয়েছে। ফলে রাজ্য পুলিশের তদন্ত পদ্ধতি সঠিক ছিল এটা প্রমাণ হয়ে যায়। সেকারণেই আর জি কর কাণ্ডে আর কোন অতিরিক্ত নাম পাওয়া যায়নি।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন সুমন বন্দ্যোপাধ্যায়? ABP Ananda Live
All Shows































