Juktoi Takko: 'আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেও আন্দোলনকে ভয় পান মুখ্যমন্ত্রী', বললেন অর্জুন সিংহ
ABP Ananda Live: 'আমি বলেছিলাম গণ আন্দোলন, অনেকে বলছে গণক্রান্তি। আমি নাকি মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছি। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনের মধ্যে দিয়েই। আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেও আন্দোলনকে ভয় পান। মাওবাদীদের সাহায্য নিয়ে পরে কিষেণজিকে খুন। ভাইপো বলেছিল কিষেণজিকে আমরা খুন করিয়েছি। নেপালে কোনও সরকার ৫বছর টিকতে পারেনি। ১৮-৩০ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে লড়াই করেছে। সরকার স্বজনপোষণের জন্য চললে এই ঘটনা ঘটবে না কেন? মুখ্যমন্ত্রী বাংলাদেশের জন্য পেট্রোপোল গেলেন না'। বললেন অর্জুন সিংহ।
দুর্নীতি আর স্বজনপোষণ, মাত্রা যদি ছাড়ায়, নেপাল দেখাল, জনতা ক্ষেপলে কীভাবে শাসক তাড়ায়!বক্তা—অর্জুন সিং, সমীর চক্রবর্তী, শান্তা দত্ত দে, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, তিলোত্তমা মজুমদার, বোলান গঙ্গোপাধ্যায়।
All Shows






























