Jukti Takko: 'আমরা SIR করছি, জনগণনা করতে পারছি না', বললেন কুণাল সরকার | ABP Ananda Live
ABP Ananda Live: 'রাজ্যে ৩-৪টে জেলায় মুসলমান সবচেয়ে বেশি। অসমে জনবিন্যাস ব্যাপকভাবে বদলে গেছে। বিএসএফের নাকের ডগায় অনুপ্রবেশ হচ্ছে। আমরা হাসিমুখে তাদের হাতে ভোটা, আধার তুলে দিচ্ছি। অনুপ্রবেশকারীদের উৎসাহ দিলে দেশের নিরাপত্তার কী হবে? বংলা ভাষা এখন অনুপ্রবেশের ভাষা। কেউ এরাজ্যের শ্রমিকদের আধার, ভোটার কার্ডে বিশ্বাস করে না। মধ্যযুগের মতো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করতে হয়। আমরা SIR করছি, জনগণনা করতে পারছি না'। বললেন কুণাল সরকার।
ABP Ananda LIVE: “ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হয় রাজ্যবাসী, বাঙালি শাঁখের করাতে — কী আছে ভোটের বরাতে?” বক্তা — ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, সৃজন ভট্টাচার্য, তিলোত্তমা মজুমদার, সমীর চক্রবর্তী, শঙ্কুদেব পান্ডা, জহর সরকার।
All Shows






























