Jukti Takko: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভয়াবহ অবস্থা। বাংলা কী অপরাধ করেছে যে এত অত্যাচার?:সুজন
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভয়াবহ অবস্থা। বাংলা কী অপরাধ করেছে যে এত অত্যাচার? রোহিঙ্গা, বাংলাদেশির কথা বলা হচ্ছে, আসলে অত্যাচার মতুয়াদের ওপর। এখন বাপ-ঠাকুরদার কাগজ খুঁজে বেড়াতে হবে কেন?নির্ভুল ভোটার তালিকা চাই। আমরা চাই বৈধ ভোটার যেন বাদ না যায়। কিন্তু বিজেপি-তৃণমূল সেটা চায় না। আসল কি ভোটার তালিকা নির্ভুল করা লক্ষ্য? স্বরাষ্ট্রমন্ত্রক তালিকা দিয়ে দিক কারা অনুপ্রবেশকারী। তাহলে কমিশন নাম কেটে দিলেই পারে। কমিশনের ঘাড়ে সব ফেলে দিয়ে মানুষকে হেনস্থা', বললেন সুজন চক্রবর্তী।
SIR-এর বিরুদ্ধে মঙ্গলবার মেগা র্যালি তৃণমূলের, মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক
SIR-এর বিরুদ্ধে মেগা র্যালি তৃণমূল কংগ্রেসের। আগামী মঙ্গলবার দুপুর দেড়টায় এনিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রেড রোডে আম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, যেদিন বিএলওরা অফিসিয়ালি কাজ শুরু করবেন, সেই দিনটিই বেছে নিয়েছে তৃণমূল। মিছিলে কলকাতা এবং সংলগ্ন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানা গেছে।
এসআইআর নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে এনিয়ে। এই পরিস্থিতিতে কাল SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এই বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
All Shows































