Jukti Takko: 'তথ্যপ্রমাণ না থাকলে কেন অধ্যক্ষকে ৯০ দিন গ্রেফতার করে রাখা হল?'প্রশ্ন দেবাশিস হালদারের
ABP Ananda Live: 'এই অনুষ্ঠানে আসার জন্য কালকেই না বাড়িতে পুলিশ বা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চিঠি যায়। আর জি কর আন্দোলন সফল বলেই আন্দোলনকারীদের হেনস্থার চেষ্টা। আন্দোলনে সাহায্যকারীদের পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে। আন্দোলন চালাতে কীভাবে খবর তার অডিট চলছে, টাকার সব হিসেব দেওয়া। অভয়ার মা-বাবাকে কুরুচিকরভাবে আক্রমণ করা হচ্ছে। সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি? তথ্যপ্রমাণ না থাকলে কেন অধ্যক্ষকে ৯০ দিন গ্রেফতার করে রাখা হল? সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা কি তাহলে তদন্তে ব্যর্থ? নাকি এই ঘটনায় এত প্রভাবশালী লোক আছে, যে সিবিআইও চার্জশিট দিতে পারছে না? স্বাস্থ্যমন্ত্রী ঘটনার দায় এড়াতে পারেন না। সঞ্জয়ের মতো লোক সেমিনাররুম পর্যন্ত পৌঁছল কীভাবে? উত্তরপ্রদেশের দিকেই আমরা এগোচ্ছি। প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইনের ঘটনা ভুলিয়ে দেওয়া হচ্ছে। প্রতিহাংসা থেকেই আসফাক, কিঞ্জলের বিরুদ্ধে পদক্ষেপ। প্রেসক্রিপশন দেখতে আসফাকের বাড়িতে পুলিশ যাচ্ছে'। বললেন দেবাশিস হালদার।
All Shows































