Jukti Takko (২৭.৩.২৫) পর্ব ১: ২৬-শে ছাপ রাখতে গিয়ে গরম হচ্ছে ভাষণ। বঙ্গে পদ্ম দাবি রাষ্ট্রপতি শাসন
ABP Ananda Live: "কারও মুখে 'চ্যাংদোলা' তো কারও মুখে 'ঠুসো'। ভোটের বহু আগে থেকেই পাকাচ্ছে সব ঘুষো। ছাব্বিশে ছাপ রাখতে গিয়ে গরম হচ্ছে ভাষণ । বঙ্গে আবার পদ্ম দাবি রাষ্ট্রপতি শাসন!"
আজ সত্য়জিৎ রায়ের অমোঘ দুটো বাক্য় দিয়ে শুরু করব- ''রাজা করেন তম্বিতম্বা,/ মন্ত্রীমশাই কিসে কম বা?'' এ রাজ্য়ের প্রেক্ষিতে কি একটু চেনা-চেনা লাগছে? দাঁড়ান, দাঁড়ান! এর পরের বাক্য়টা আরও মারাত্মক।আরও চেনা-চেনা লাগতে পারে। ''প্রজা পেয়ে অষ্টরম্ভা, হল হীনবল।'' দেখুন, ভোটের একবছর আগে থেকেই রাজায়-রাজায় যুদ্ধ তো শুরু হয়ে গেছে। কিন্তু কথা হল, 'চ্য়াংদোলা' আর 'ঠুসো'র আস্ফালনের মাঝে, উলুখাগড়াদের, মানে প্রজার কপাল না পুড়লেই হলো। রাজ্য়ে আবার রাষ্ট্রপতি শাসনের দাবি। হাওয়া একেবারে গরম। এই সভার হাওয়াও গরম হতে পারে, কিন্তু তারই মাঝে আপনাদের একটু টাইম-ট্রাভেল করানোরও চেষ্টা করব। মানে অতীতের কিছু অল্প-জানা গল্পও বলার চেষ্টা করব এই অনুষ্ঠানে।
All Shows






























