Jukti Takko : অনুপ্রবেশকারী প্রসঙ্গে যুক্তি তক্কো অনুষ্ঠানে কী বললেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার?
ABP Ananda LIVE : 'অনুপ্রবেশকারী আছে কিনা বিষয়টা বেশ ভৌতিক। চিকিৎসক কুণাল সরকারের বক্তব্য অনুসারে, ডেমোগ্রাফিক বদল,অস্বীকার করা যাবে কী করে? আমরা আমাদের পারিপার্শ্ব দেখতে পাচ্ছি উপলব্ধি করতে পারছি। আমরা বুঝতে পারছি যে,আমাদের চারপাশে এই পশ্চিমবাংলায় সকলেই এই ভূমির সন্তান নন, সংস্কৃতিতে এবং আরও অন্যান্য পদ্ধতিতে । নানারকমভাবে বহু অপরাধপ্রবণ মানুষ বার বার ধরা পরছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন। অনুপ্রবেশকারীদের BSF নির্জলাভাবে, সঠিকভাবে কাজ করে দুর্নীতি পরায়ন নয় এটা ভাবার কোনও কারণ নেই। পারিপার্শ্বের বিভিন্ন স্তরের মাথা থেকে পা পর্যন্ত কর্মী, নেতা এবং সাধারণ মানুষের বিরাট একটা অংশ দুর্নীতিগ্রস্ত। সুতরাং BSF -র ফাঁক গলে অনুপ্রবেশ ঘটতে পারে না , তা BSF কর্তা প্রেস ডেকে বললেও সেটা বিশ্বাস করাটা বোকামি।' যুক্তি তক্কো অনুষ্ঠানে আর কী বললেন তিলোত্তমা মজুমদার।
All Shows






























