Narada Case: নারদকাণ্ডে সকালে গ্রেফতার ফিরহাদ, সুব্রত, মদন, শোভন, সন্ধেয় জামিন
নারদ মামলায় নাটকীয় মোড়। সাতসকালে সিবিআইয়ের হাতে গ্রেফতার ফিরহাদ, সুব্রত, মদন, শোভন চট্টোপাধ্যায়, সন্ধেয় আদালতে জামিন। প্রভাবশালী তত্ত্বে সিবিআইয়ের জেল হেফাজতে নেওয়ার আর্জি খারিজ।
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বাড়ি থেকে তুলে নিজাম প্যালেসে চারজনকে গ্রেফতার সিবিআইয়ের। প্রতিবাদে সিবিআই অফিসে ৬ ঘণ্টা বসে রইলেন মুখ্যমন্ত্রী। ‘আমাকেও গ্রেফতার করুন’ বলে চ্যালেঞ্জ। জেলায় জেলায় বিক্ষোভ।
নেতা-মন্ত্রীর গ্রেফতারির পরেই রণক্ষেত্র নিজাম প্যালেস। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, বোতল, জুতো। লাথি মেরে গেট ভাঙার চেষ্টা তৃণমূলের। পাল্টা লাঠিচার্জ। পরিস্থিতি দিল্লিকে জানাল সিবিআই।
দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। রাজভবনের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জেলাতেও।
নারদকাণ্ডে কেন ছাড় মুকুল-শুভেন্দুকে? প্রশ্ন নারদ নিউজের সম্পাদক ম্যাথ্যু স্যামুয়েলের। বিজেপি নেতা বলে ছাড়। বাংলার প্রতি বিজেপির প্রতিহিংসার দিন, আক্রমণ তৃণমূলের। তদন্তে রাজনীতি নেই, পাল্টা বিজেপি।
রাজ্যে নৈরাজ্য চলছে, নীরব পুলিশ-প্রশাসন। সাংবিধানিক বিধি ও আইনের শাসন না থাকলে, কী অবস্থা তৈরি হয়, বুঝতে পেরেছেন, ট্যুইট রাজ্যপালের।