নজরে ৯ চটজলদি: বেলঘরিয়ায় ভুয়ো IPS অফিসারের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, উর্দি
ভুয়ো আইপিএস (Fake IPS) বেলঘরিয়ার অফিসে পুলিশি অভিযান। রাজর্ষি ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি। মিলল আইপিএস লোগো লাগানো ব্লেজার, খাকি, উর্দি।
ফের কলকাতায় ভুয়ো পুলিশ অফিসারের (Fake Police Officer) হদিশ। পুলিশ আধিকারিক পরিচয়ে প্রতারণা। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার।
দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের অফিসার পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। প্রভাবশালীদের সঙ্গে ছবি দেখিয়ে টাকা তোলার অভিযোগ। নীল বাতির গাড়ি নিয়ে ঘুরতেন বিদ্যুৎ পোদ্দার দাবি প্রতারিতদের। দুর্গাপুর (Durgapur) থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত।
সোনারপুরে বেআইনি ভ্য়াকসিনেশন ক্যাম্প কাণ্ডে উঠে এল আরও নতুন তথ্য। ব্লক স্বাস্থ্য দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই বেশ কয়েকজনকে কোভিশিল্ডের সেকেন্ড ডোজ দেওয়া হয়। এছাড়া ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার তারিখেও গোলমাল রয়েছে।