Mamata Banerjee: 'তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়', আক্রমণ মমতার
ABP Ananda Live: ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়। ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। জেলে তো তৃণমূলের অনেককেই পুরেছেন, কী প্রমাণ করতে পারলেন?। আর জি করের মতন বড় ঘটনার সমাধান করতে পারেননি। শুধু তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মমতার বার্তার পর ফের হুঁশিয়ারি উদয়ন গুহর, কী বললেন তিনি?
'এটা দিল্লিও নয়, মহারাষ্ট্রও নয়, এটা বাংলা। যাঁরা ভোটার লিস্টে জল দিতে যাবে তাঁদের হাঁটুতে জল জমবে', মমতার বার্তার পর ফের হুঁশিয়ারি উদয়ন গুহের।
চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম মহম্মদ সুলতান, বাড়ি মালদা জেলার সুলতানগঞ্জে। ইসলামপুরে হোটেলের রুম ভাড়া নেন মহম্মদ সুলতান, দেহরক্ষীর সঙ্গে ছিলেন ১ জন মহিলা।
All Shows






























