Kashmir News: পাক অধিকৃত কাশ্মীরে আরও ৪২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ
ABP Ananda Live: পাক অধিকৃত কাশ্মীরে আরও ৪২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ। পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাডে লুকিয়ে শতাধিক জঙ্গি, খবর সূত্রের। উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়ার সীমান্তের উল্টোদিকে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী পাকিস্তানের প্রশ্রয়ে। নাম না করে পাকিস্তানকে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্যা, ১২ দিন পরেও অধরা জঙ্গিরা। কাশ্মীরেই লুকিয়ে পাক জঙ্গি মুসা ও তার সঙ্গীরা, খবর সূত্রের। উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি। পহেলগাঁওয়ে গণহত্যা, জঙ্গিদের ব্যবহার করা অত্যাধুনিক ডিভাইস আলট্রা কমিউনিকেশন সিস্টেম উদ্ধার। বাহিনীর চোখে ধুলো দিয়ে ব্যবহার করেছিল জঙ্গিরা, খবর সূত্রের। এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল ভারত। বন্ধ আমদানি-রফতানি। একের পর এক ভারতীয় বন্দরের দরজা বন্ধ পাক জাহাজের জন্য।
All Shows






























