Sare 7 Tay Saradin: পাখির চোখ ২৬, শমীকের মুখে ফের বিরোধীদের একজোট হওয়ার বার্তা
Sare 7 Tay Saradin: তৃণমূলের অন্দরে একাধিক মনোজিৎ, বিস্ফোরক দাবি রাজন্যার। রাজন্যাকে পাল্টা আক্রমণ ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের । 'যে অপরাধ করে, আর যিনি অপরাধ সহ্য করেন, দু'জনেই সমান দোষী'। 'রাজন্যার বিকৃত AI ছবি ছড়িয়ে থাকলে তখন চুপ ছিলেন কেন?''দল বা প্রশাসনকে জানাননি কেন?' কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং। কসবাকাণ্ডে আক্রমণ শুভেনদুর। টিএমসিপি করলেই চাকরি? কলেজে কলেজে মনোজিৎ মডেল নিয়ে সাফাই জয়প্রকাশের। মনোজিৎ, সন্দীপ ঘোষরা একদিনে তৈরি হয় না। পিছনে থাকে বড় মাথা। তাই এত বেপরোয়া। আর জি কর থেকে কালীগঞ্জ, কসবা, থ্রেট কালচারের শিকার। দাবি অভয়ার পরিবারের। আর জি কর থেকে কালীগঞ্জ, কসবা, সরব অভয়ার পরিবার। কলেজ ছাত্রীর মাকে পথে নামার আহ্বান। ফের সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন অভয়ার পরিবারের। এবার 'কালীঘাট চলো' অভিযানের ডাক। ৯ অগাস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে 'কালীঘাট চলো'র ডাক অভয়া মঞ্চের। অভয়ার বাবা-মাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান। পাখির চোখ ২৬, শমীকের মুখে ফের বিরোধীদের একজোট হওয়ার বার্তা। শমীক সট - জ্যোতি বসুকে সম্মান করলে, তাঁর গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন।
All Shows






























