এক্সপ্লোর
Advertisement
শারদ আনন্দ ২০২০: বেহালার বড়িশা ক্লাবের পুজোর থিমে এবার পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা-চিত্র, তাক লাগাচ্ছে রিন্টু দাসের সৃষ্টি
বাঙালির কাছে অবশ্য দুর্গাপুজো মানে একটা আবেগ। যাকে কেন্দ্র করে উঠে আসে অনবদ্য সব শিল্পভাবনা। করোনা-কালেও তার ব্যতিক্রম ঘটেনি। গত কয়েকমাস ধরে আমরা চারপাশে যা দেখছি, তার ভিত্তিতেই পুজোর থিম সাজিয়েছেন অনেকে।
করোনা-কালে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার ছবি দেখেছে দেশবাসী। কাজ এবং মাথার ওপর ছাদ হারিয়ে, খালি পায়ে হাজার হাজার কিলোমিটার দূরের গন্তব্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন এই মানুষগুলো। কেউ রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। কেউ ক্ষিধের চোটে ছটফট করতে করতে রাস্তাতেই পড়ে থেকেছেন। মানুষের সেই কষ্টকেই পুজোর থিমে ফুটিয়ে তুলেছে বেহালার বড়িশা ক্লাব। এখানে দুর্গাকে দেখা যাবে দুই রূপে। প্রথম দেবী রূপে। দ্বিতীয় দুর্গা এক পরিযায়ী শ্রমিকের বেশে। যে সন্তান কোলে ত্রাণের আশায় ঘুরছে। দেবীর হাতে কোনও অস্ত্রই নেই। কোলে রয়েছে সন্তান।
করোনা-কালে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার ছবি দেখেছে দেশবাসী। কাজ এবং মাথার ওপর ছাদ হারিয়ে, খালি পায়ে হাজার হাজার কিলোমিটার দূরের গন্তব্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন এই মানুষগুলো। কেউ রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। কেউ ক্ষিধের চোটে ছটফট করতে করতে রাস্তাতেই পড়ে থেকেছেন। মানুষের সেই কষ্টকেই পুজোর থিমে ফুটিয়ে তুলেছে বেহালার বড়িশা ক্লাব। এখানে দুর্গাকে দেখা যাবে দুই রূপে। প্রথম দেবী রূপে। দ্বিতীয় দুর্গা এক পরিযায়ী শ্রমিকের বেশে। যে সন্তান কোলে ত্রাণের আশায় ঘুরছে। দেবীর হাতে কোনও অস্ত্রই নেই। কোলে রয়েছে সন্তান।
সমস্ত শো
শারদ আনন্দ
শারদ আনন্দ ২০২০: হল না সিঁদুর খেলা, করোনা বিধি মেনেই দেবীবরণ একডালিয়া এভারগ্রিনে
শারদ আনন্দ ২০২০: একাদশীতেও চলছে প্যান্ডেল হপিং, দেখুন হাতিবাগান সর্বজনীনের ছবি
Sharad Ananda 2020: একাদশীতেও শ্রীভূমির মণ্ডপে দর্শনার্থীরা, মাস্ক পরে, দূরত্ববিধি মেনে চলছে প্রতিমা দর্শন
শারদ আনন্দ ২০২০: করোনাকালে কেমন বিজয়া সারলেন রাজনৈতিক নেতা-নেত্রীরা? জেনে নিন তাঁদের মুখেই
উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি এপার-ওপার, ইছামতীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement