RG Kar News: 'অভয়া দিদির নামে যারা টাকা তুলছে তারা কি কুখ্যাত দুষ্কৃতী নয় ?',মন্তব্য জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৩০ অক্টোবর সিজিও অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের । আড়াই মাস পার, বিচারের দাবিতে ফের সিজিও-অভিযান। সিবিআইয়ের চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে ফের 'সিজিও-চলো' । অনশন তোলার ৫ দিনের মাথায় ফের বিচারের দাবিতে আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন। জুনিয়র ডাক্তারদের ডাকে গণ কনভেনশনে সামিল বিশিষ্টরা
আরও খবর..
ত্রাণ নিয়েও 'টানাটানি', বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। খেজুরিতে বিজেপির বিধায়কের সঙ্গে তৃণমূলের পঞ্চয়েত সদস্যের বচসার অভিযোগ। ত্রাণ বিলির নামে প্রচারে আসার অভিযোগে তৃণমূলের বিক্ষোভ। 'ত্রাণ শিবির পরিদর্শনে গেলে অশান্তি তৈরির চেষ্টা তৃণমূলের', তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ খেজুরির বিজেপি বিধায়কের।
দুর্যোগ কাটলেও দুর্ভোগ, 'জলবন্দি' পশ্চিম মেদিনীপুরের মুগবসান। অবশেষে চাপের মুখে এলাকায় গেলেন বিডিও। এবিপি আনন্দ-র খবর সম্প্রচারের পর চাপের মুখে এলাকায় বিডিও। মুড়ি, ত্রিপল বিলি করলেন কেশপুরের বিডিও।