RG Kar Protest LIVE: মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, ফের 'অভয়া পরিক্রমায়' বাধা। মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার। মিনিডোর যেতে বাধা, হেঁটেই অভয়া পরিক্রমার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।
আরও খবর..
এবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। অ্যাপোলো হাসপাতালে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকদের একাংশ। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে ২৩ জন চিকিৎসক চিঠি পাঠিয়েছেন। সোমবার থেকে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের একাংশ। কর্মবরতির হুঁশিয়ারি দিয়ে যে চিঠি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে সেই চিঠিতে সই করেছেন চিকিৎসক জয়রঞ্জন রাম।
ডক্টর রাম বলেছেন, 'আজ আমাদের একটা মিছিল ছিল। প্রায় দু'মাস হল। সরকারের তরফে কোনও হেলদোল নেই। আমাদের ভাইবোনেরা, সহকর্মীরা আমরণ অনশন করছেন। সরকারের তরফে বিন্দুমাত্র কোনও উদ্বেগ প্রকাশ হচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজ ঠিক করলাম ওদের সঙ্গে হাত মেলাতে সোমবার থেকে আমরা অ্যাপোলোর যাঁরা কনসালট্যান্ট রয়েছি তাঁরা এমার্জেন্সি ছাড়া বাকি সব পরিষেবা প্রত্যাহার করব। পশ্চিমবঙ্গের অন্যান্য বেসরকারি হাসপাতালের ডাক্তারদেরও আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাবো। আমাদের সবাইকে বার্তা দিতে হবে যে আমরা সবসময় জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছি।'