Swargaram: গোয়ালপোখরে এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক। ABP Ananda Live
ABP Ananda live: 'গতকাল রাতে সাজ্জাকের পালানোর খবর মেলে'। 'সাজ্জাকের বাংলাদেশ পালানোর পরিকল্পনা জানতে পারে পুলিশ'। 'পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এলাকা ঘিরে রাখা হয়'। 'তাকে দেখতে পেয়ে থামানোর চেষ্টা করে পুলিশ'। 'সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়'। '৩-৪ রাউন্ড গুলি চালায় সাজ্জাক'। 'পাল্টা গুলি চালায় পুলিশ'। 'সাজ্জাকের তিনটি গুলি লাগে'। 'একটি পায়ে, একটি গলায় ও একটি গুলি লাগে পিছনদিকে'। 'গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়'। 'সাজ্জাকের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে'। জানালেন IG।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় । আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় । সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক । চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের । 'CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে' । সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস ।
All Shows






























