RG Kar News: সোদপুরে অভয়া মঞ্চের ডাকে ন্যায়বিচারের অগ্নিগর্জন যাত্রা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নবারুণ ভট্টাচার্যের প্রশ্ন,মানুষ যদি বিদ্রোহ করতে ভুলে যায় তখন তাকে মনে করিয়ে দেওয়া কি পাপ । । অভয়া মঞ্চের আজকের এই ন্য়ায়বিচারের অগ্নিগর্জন কি সেই প্রতিবাদকেই আরো জোরাল করছে । আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার দগদগে ক্ষত এখনও রাজ্যবাসীর মনে। প্রকৃত বিচারের দাবিতে আবার কি বড়সড় আন্দোলনের সম্ভাবনা। অনুব্রত মণ্ডলের হুমকিকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। অনুব্রত অনেক কিছু জানে, তাই ভয়,দল কড়া নয়,আক্রমণে বিজেপি । একের পর এক হাড়হিম করা নাবালক নির্যাতনের অভিযোগ।এবার কোনন্গর,আম পাড়াই হল কাল,পেরেক লাগানো লাঠি দিয়ে বেধরক মারধর করা হল এক কিশোরকে। রাস্তা তো নয় যেন,সাক্ষাৎ মৃত্যুফাঁদ। একের পর এক সেই ছবি রাখব আপনাদের সামনে
আরও খবর...
ফের নাবালককে নির্মম নির্যাতন, এবার কোন্নগরে। কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার! গাছ থেকে আম পাড়তে গিয়ে বেধড়ক মার খেল ১৪ বছরের কিশোর। পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। বেধড়ক মারধরে কিশোরের মাথা ও চোখে গুরুতর আঘাত। কোন্নগর থেকে কলকাতা মেডিক্যালে আনা হয়েছে কিশোরকে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের কিশোরের পরিবারের।
All Shows































