Swargaram Plus : দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বর্ষা আসতেই দিকে দিকে বেহাল রাস্তার ছবি !
Swargaram Plus : ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। পরপর পরমাণু কেন্দ্রে হামলা। আমেরিকা শুরু করেছে, আমরা শেষ করব, হুঁশিয়ারি ইরানের। ভেজাল ওষুধের জাল। পরীক্ষায় ফেল আরও ১৮৮টি ওষুধ।এখনও ভাসছে ঘাটাল, চন্দ্রকোণা। বর্ষায় বেহাল রাস্তা। দেখুন শুভ্রজিৎ ও পাপিয়ার সঙ্গে।
ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা
ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকা সেনার। আমেরিকা সেনাকে যুদ্ধের আহ্বানে শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য: ট্রাম্প। 'আমেরিকার সেনা বাহিনী সফল ভাবে হামলা চালিয়েছে'। 'ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে'। 'অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে', দাবি ট্রাম্পের। 'অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরণের অভিযান চালাতে পারেনি'। 'এখন শান্তির সময় এসেছে', সোশাল মিডিয়ায় বার্তা ট্রাম্পের।
All Shows































