Swargaram Plus: SIR শুনানিতে শুনানিতে হয়রানি-তরজা। অভিযোগ ফের তৃণমূলের। পাল্টা বিজেপির
Swargaram Plus: SIR শুনানিতে হয়রানির অভিযোগে ফের তৃণমূলের। পাল্টা বিজেপির। যাদবপুর তালতলার ভোটার অম্লানকুসুম কর বলেন,কাগজপত্র আমার সমস্ত সবই আছে। কিন্তু আমি যদি জানতাম যে, বাড়িতে গিয়ে এটা করবে, আমার খুব সুবিধা হত।তাহলে আমাকে আর আসতে হত না। আসল সমস্যাটা হচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। যেহেতু ২০০২-তে নামটা নেই, আপনাকে এখানে এসেই করতে হবে। টালিগঞ্জের বাসিন্দা, গৌরী রায়চৌধুরী। হিয়ারিংয়ে তাঁর ডাক পড়েছিল কালীঘাটের শাহনগর হাইস্কুলে। টালিগঞ্জের বাসিন্দা গৌরী রায়চৌধুরী বলেন,' শুধু হেনস্থা করা। আমার ২০০২-এ কী করে যে ভোটটা বাদ গেল, জানি না। কোনওদিন আমার ভোট বাদ যায়নি। ভোট দিয়েছি, সব করেছি। এখন ওঁরা দেখে বলছে, না আপনার নাম নেই। এখন এখানে আসার পরে, দেখার পরে বলছে, না আপনার মায়ের (নথি গ্রাহ্য) হবে, আপনি তো অরিজিন্যাল। তাহলে ডাকলেন কেন? '
ভোটার অশোককুমার রায় বলেন, 'কোনও কারণে আমাকে বাড়ি থেকে কিছুদিন বাইরে থাকতে হয়েছে। ২০০২ সালে যে সময়টায় নাম নেই বলছেন, সেটা অন্য জায়গায় এখানে-ওখানে দু-তিন জায়গায় ভাড়া থেকেছি। তারপর ভোট দিতে এসে দেখছি, নাম নেই। বর্তমানে আমি একটা জায়গায় এসেছি ভাড়া। সেই ঠিকানা ভোটার কার্ডে নেই, পুরনো বাবার (ঠিকানা) আছে। আমার বাবা আজ বেঁচে থাকলে ১০০ বছর পুরো হত। তখনকার দিনে মানুষের জন্মতারিখ থাকত না। মোদির বাবার নামে কাগজ দেখাতে পারবে কিনা! আসল নেই। মোদির বয়স হয়তো আমার থেকে ২-১ বছর কম-বেশি হবে। '
All Shows






























