এক্সপ্লোর
'নিয়ম না মেনে মাটি কাটায়' ধস নামল মধ্যমগ্রামে, বাড়িতে ফাটল
স্থানীয় সূত্রে খবর,সম্প্রতি জমি কিনে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে একটি সংস্থা। নিয়ম না মেনে মাটি কাটায়, বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন ধরেই ধস নামছে।

কলকাতা: জমিতে ধস। তার জেরে ফাটল ধরল আশেপাশের বাড়িতেও। মঙ্গলবার সাতসকালে মধ্যমগ্রামের পালিতপাড়া গ্রামে ধস। তার ফলে আশপাশের বাড়িতেও ধরল ফাটল। স্থানীয় সূত্রে খবর,সম্প্রতি জমি কিনে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে একটি সংস্থা। নিয়ম না মেনে মাটি কাটায়, বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন ধরেই ধস নামছে। আশপাশের মাটির বাড়িগুলিতে ফাটলও দেখা দিয়েছে। এই নিয়ে মধ্যমগ্রাম থানা ও বারাসাত ২ নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
Uncategorized (Uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















