এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেএনইউয়ে হামলার নিন্দা করে বার্তা গম্ভীর-পাঠান-বোপন্নাদের
রবিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে হামলা চালায় জেএনইউয়ে। হস্টেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ এবং এমনকী, শিক্ষকদের কয়েকজনকেও। যে ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দেশজুড়ে। পিছিয়ে নেই খেলার ময়দানের কৃতীরাও।
এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ইরফান পাঠান। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। ইরফানের মতে, এরকম ঘটনা ন্যক্কারজনক।Such violence on university campus is completely against the ethos of this country. No matter what the ideology or bent of mind, students cannot be targeted this way. Strictest punishment has to be meted out to these goons who have dared to enter the University #JNU
— Gautam Gambhir (@GautamGambhir) January 5, 2020
টেনিস তারকা রোহন বোপন্নাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। হিংসার নেপথ্যে যারা, তাদের কঠোর শাস্তি চেয়েছেন ফরাসি ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন টেনিস তারকা।What happened in JNU yesterday is not a regular incident. Students being attacked by armed mob inside University campus, in hostels, is as broken as it can get. This isn’t helping our country’s image #JNUViolence
— Irfan Pathan (@IrfanPathan) January 6, 2020
ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা ট্যুইট করেছেন, ‘কী হচ্ছেটা কী! এরপরেও আমরা চুপ থাকব? আমাদের দেশের পড়ুয়াদের সঙ্গে এটা হচ্ছে দেখেও?’ আর একটি ট্যুইটে জ্বালা লিখেছেন, ‘কেন অপরাধীদের ধরে শাস্তি দেওয়া হচ্ছে না! আমরা ক্রীড়াবিদ হিসাবে দেশের প্রতিনিধিত্ব করি আর এখন সেই দেশের পড়ুয়াদের মার খেতে হচ্ছে এবং গুণ্ডাদের ছেড়ে দেওয়া হচ্ছে। দেশের সমস্ত মহান খেলোয়াড়দের আবেদন করছি, আমাদের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান। ওরাই আমাদের ভবিষ্যৎ।’Horrific and shameful what has happened in #JNU , The people responsible for these must be punished. #JNUViolence #JNUattack
— Rohan Bopanna (@rohanbopanna) January 6, 2020
Are we all gonna be still quiet?? Watch this happen to our students?? #JNUViolence
— Gutta Jwala (@Guttajwala) January 5, 2020
Why the guilty ones weren’t caught and charged?? Why were the escorted out of the university? #JNUattack #JNUUnderAttack
— Gutta Jwala (@Guttajwala) January 6, 2020
ক্রিকেটার মনোজ তিওয়ারি ট্যুইট করেছেন, ‘জেএনইউয়ের ছবি প্রবল অস্বস্তিকর। আহত সকলকে সমবেদনা জানাই’। Disturbing scenes at JNU campus. Thought are wit the ones who all got injured #JNUAttackWe as sportsperson represent INDIA...and now students of our country are being beaten up and the goons have been let off... I request all the GREATS of the sports of INDIA...speak for our students...they are our future!! #condemnviolence #JNUattack #JNUVioence
— Gutta Jwala (@Guttajwala) January 6, 2020
— MANOJ TIWARY (@tiwarymanoj) January 5, 2020