ভাগাড়কাণ্ডের জের, নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় চিংড়ি মাছের হিমঘরে অভিযান, উদ্ধার রাসায়নিক, রঙ, মেশানো হত মাছে
ভাগাড়কাণ্ডের জের। আজ সকালে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়ের নেতৃত্বে নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় চিংড়ি মাছের হিমঘরে অভিযান চালান পুরকর্মীরা। অভিযোগ, এখানে মজুত করা মাছে রাসায়নিক দেওয়া হত। হিমঘর থেকে রঙের প্যাকেট উদ্ধার হয়েছে।
একইসঙ্গে রডকল এলাকায় একটি শপিং মলের চারতলায় এক রেস্তোরাঁয় হানা দেন পুরকর্মীরা। ফ্রিজার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ পচা মাংস ও রান্না করা খাবার। দুটি জায়গা থেকেই নমুনা সংগ্রহ করেছে পুরসভা।
ভাগাড়কাণ্ডের জের। আজ সকালে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়ের নেতৃত্বে নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় চিংড়ি মাছের হিমঘরে অভিযান চালান পুরকর্মীরা। অভিযোগ, এখানে মজুত করা মাছে রাসায়নিক দেওয়া হত। হিমঘর থেকে রঙের প্যাকেট উদ্ধার হয়েছে।
একইসঙ্গে রডকল এলাকায় একটি শপিং মলের চারতলায় এক রেস্তোরাঁয় হানা দেন পুরকর্মীরা। ফ্রিজার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ পচা মাংস ও রান্না করা খাবার। দুটি জায়গা থেকেই নমুনা সংগ্রহ করেছে পুরসভা।