এক্সপ্লোর
Advertisement
শহরে ক্রিসমাস পার্টিতে মাদক সরবরাহ চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ডিজে সহ ৩
শহরে ক্রিসমাস পার্টিতে মাদক সরবরাহ চক্রের পর্দা ফাঁস। গ্রেফতার এক ডিজে সহ ৩। ধৃতদের নাম হেনরি লরেন্স মান্না ওরফে পেড্রো, রবার্ট ডিক্সন এবং নিখিল লাখওয়ানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর দিলীপ শ্রীবাস্তব জানিয়েছেন, কুলু থেকে সড়ক পথে দিল্লি হয়ে ট্রেনে করে মাদক নিয়ে শহরে আসছিলেন পেড্রো। ট্রেন থেকেই তাঁর পিছু নেন গোয়েন্দারা। শিয়ালদা ট্রেন থেকে নামার পর রবার্ট ডিক্সন নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই সময় ২ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ২ কেজির বেশি মানালা হাসিস। পরে রবার্টের বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। সেখানে রান্না ঘর থেকে উদ্ধার হয় ৪৫০ গ্রাম মাদক। দুই অভিযুক্তকে জেরা করে ডিজে নিখিল লাখওয়ানির সন্ধান পান তদন্তকারীরা।
শহরে ক্রিসমাস পার্টিতে মাদক সরবরাহ চক্রের পর্দা ফাঁস। গ্রেফতার এক ডিজে সহ ৩। ধৃতদের নাম হেনরি লরেন্স মান্না ওরফে পেড্রো, রবার্ট ডিক্সন এবং নিখিল লাখওয়ানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর দিলীপ শ্রীবাস্তব জানিয়েছেন, কুলু থেকে সড়ক পথে দিল্লি হয়ে ট্রেনে করে মাদক নিয়ে শহরে আসছিলেন পেড্রো। ট্রেন থেকেই তাঁর পিছু নেন গোয়েন্দারা। শিয়ালদা ট্রেন থেকে নামার পর রবার্ট ডিক্সন নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই সময় ২ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ২ কেজির বেশি মানালা হাসিস। পরে রবার্টের বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। সেখানে রান্না ঘর থেকে উদ্ধার হয় ৪৫০ গ্রাম মাদক। দুই অভিযুক্তকে জেরা করে ডিজে নিখিল লাখওয়ানির সন্ধান পান তদন্তকারীরা।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement