এক্সপ্লোর
লালগড়ে মৃত বাঘের সঙ্গে সেলফি!
যার আতঙ্কে এতদিন ঘুম উড়ে গিয়েছিল, সেই তার সঙ্গেই সেলফি!
কিন্তু এর কয়েক ঘণ্টা আগেও ছবিটা ছিল একেবারে উল্টো ছিল। সকালে বাঘঘোড়ার জঙ্গলে উদ্ধার হয় আধখাওয়া বুনো শুয়োর। বাঘের হানায় ঘায়েল হন দুই শিকারি। আশপাশের এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ...ছিল ধস্তাধস্তির চিহ্নও।এসব ঘিরেই শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ায় আবারও ছড়ায় বাঘের ভয়।এর কয়েক ঘণ্টার মধ্যেই বাঘঘরার জঙ্গলে কানের পাশে বল্লম বিঁধে থাকা অবস্থায় উদ্ধার হয় রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ।
![লালগড়ে মৃত বাঘের সঙ্গে সেলফি! লালগড়ে মৃত বাঘের সঙ্গে সেলফি!](https://vodcdn.abplive.com/2018/04/cf018dee8df77e0ef94be6adde829313.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
যার আতঙ্কে এতদিন ঘুম উড়ে গিয়েছিল, সেই তার সঙ্গেই সেলফি!
কিন্তু এর কয়েক ঘণ্টা আগেও ছবিটা ছিল একেবারে উল্টো ছিল। সকালে বাঘঘোড়ার জঙ্গলে উদ্ধার হয় আধখাওয়া বুনো শুয়োর। বাঘের হানায় ঘায়েল হন দুই শিকারি। আশপাশের এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ...ছিল ধস্তাধস্তির চিহ্নও।এসব ঘিরেই শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ায় আবারও ছড়ায় বাঘের ভয়।এর কয়েক ঘণ্টার মধ্যেই বাঘঘরার জঙ্গলে কানের পাশে বল্লম বিঁধে থাকা অবস্থায় উদ্ধার হয় রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ।
কিন্তু এর কয়েক ঘণ্টা আগেও ছবিটা ছিল একেবারে উল্টো ছিল। সকালে বাঘঘোড়ার জঙ্গলে উদ্ধার হয় আধখাওয়া বুনো শুয়োর। বাঘের হানায় ঘায়েল হন দুই শিকারি। আশপাশের এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ...ছিল ধস্তাধস্তির চিহ্নও।এসব ঘিরেই শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ায় আবারও ছড়ায় বাঘের ভয়।এর কয়েক ঘণ্টার মধ্যেই বাঘঘরার জঙ্গলে কানের পাশে বল্লম বিঁধে থাকা অবস্থায় উদ্ধার হয় রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)