এক্সপ্লোর
Advertisement
মনোনয়ন ঘিরে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে অশান্ত নলহাটি, ইঁটের আঘাতে ঘায়েল এসডিপিও
মনোনয়ন পর্ব যত এগোচ্ছে, বীরভূমে অশান্তির পারদ ততই চড়ছে। বৃহস্পতিবার নলহাটিতে বামেদের মেরে রক্তাক্ত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর শুক্রবার মনোনয়ন পেশের পঞ্চম দিনে সেখানেই ইটবৃষ্টির মুখে পড়ল পুলিশ। উর্দিধারীদের লক্ষ্য করে ইটের সঙ্গে বোমাও ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শুক্রবার সকাল থেকেই ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিজেপির পার্টি অফিসে জমায়েত শুরু করেন বিজেপি সমর্থকরা। পুলিশের তরফে জানানো হয়, যাঁরা মনোনয়ন জমা দেবেন, তাঁরাই একমাত্র থাকতে পারবেন। কিন্তু, বিজেপি এই নির্দেশ মানতে চায়নি। এনিয়েই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
রামপুরহাটের SDPO মিতুন দে-র বুকে ইটের আঘাত লাগে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস।
এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে বিজেপি।
যদিও, পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করতে নিষেধ করা হয়। বলা হয়, শুধু প্রার্থীরাই যেতে পারবেন। কিন্তু, বিজেপি সমর্থকরা নির্দেশ অমান্য করেন। সেজন্যই বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়।
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও।
মনোনয়ন পর্ব যত এগোচ্ছে, বীরভূমে অশান্তির পারদ ততই চড়ছে। বৃহস্পতিবার নলহাটিতে বামেদের মেরে রক্তাক্ত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর শুক্রবার মনোনয়ন পেশের পঞ্চম দিনে সেখানেই ইটবৃষ্টির মুখে পড়ল পুলিশ। উর্দিধারীদের লক্ষ্য করে ইটের সঙ্গে বোমাও ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শুক্রবার সকাল থেকেই ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিজেপির পার্টি অফিসে জমায়েত শুরু করেন বিজেপি সমর্থকরা। পুলিশের তরফে জানানো হয়, যাঁরা মনোনয়ন জমা দেবেন, তাঁরাই একমাত্র থাকতে পারবেন। কিন্তু, বিজেপি এই নির্দেশ মানতে চায়নি। এনিয়েই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
রামপুরহাটের SDPO মিতুন দে-র বুকে ইটের আঘাত লাগে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস।
এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে বিজেপি।
যদিও, পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করতে নিষেধ করা হয়। বলা হয়, শুধু প্রার্থীরাই যেতে পারবেন। কিন্তু, বিজেপি সমর্থকরা নির্দেশ অমান্য করেন। সেজন্যই বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়।
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও।
শুক্রবার সকাল থেকেই ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিজেপির পার্টি অফিসে জমায়েত শুরু করেন বিজেপি সমর্থকরা। পুলিশের তরফে জানানো হয়, যাঁরা মনোনয়ন জমা দেবেন, তাঁরাই একমাত্র থাকতে পারবেন। কিন্তু, বিজেপি এই নির্দেশ মানতে চায়নি। এনিয়েই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
রামপুরহাটের SDPO মিতুন দে-র বুকে ইটের আঘাত লাগে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস।
এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে বিজেপি।
যদিও, পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করতে নিষেধ করা হয়। বলা হয়, শুধু প্রার্থীরাই যেতে পারবেন। কিন্তু, বিজেপি সমর্থকরা নির্দেশ অমান্য করেন। সেজন্যই বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়।
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement