Cooch Behar News: কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড | ABP Ananda Live
ABP Ananda Live: বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে। কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড। বাড়ির বারান্দায় রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে। শোকেসে কম্বলে মোড়ানো অবস্থায় ছিল বৃদ্ধের দেহ। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বৃদ্ধের ভাগ্নের দেহ। ঘটনার পর পলাতক বৃদ্ধের ছেলে প্রণবকুমার বৈশ্য।
আরও খবর, এপার বাংলা থেকে ওপারে নদীপথে পালানোর ছক ছিল জাভেদের, খবর STF সূত্রে। জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালি হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জঙ্গির। ধামাখালি ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। তবে এই পথে BSF-এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপারে সমস্যা। আরেকটি পথ হল, সন্দেশখালি হয়ে খুলনা ঘাটে পৌঁছনো। সেখান থেকে ভাণ্ডারখালিতে গেলেই তিনদিকে নদী পথ। একটি ভাণ্ডারখালি, আরেকটি দুলদুলি, তৃতীয় জলপথ লেবুখালি। গোয়েন্দাদের অনুমান, এই নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি।