যাদবপুরে কানহাইয়ার সভায় ধুন্ধুমার
যাদবপুরে কানহাইয়া কুমারের সভায় ধুন্ধুমার। জেএনইউ-র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতির নেতার স্লোগান-বিক্ষোভ। যুবককে ধরে মারধর। নেপথ্যে আরএসএস, দাবি আয়োজকদের।
যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে সিপিআইয়ের ছাত্র ও যুব সংগঠনের কর্মসূচীতে কানহাইয়া মঞ্চে ওঠার পরেই কিছুটা দূরেই একদল বিক্ষোভ-স্লোগান দিতে শুরু করে। আয়োজকদের অভিযোগ, ওই লোকেরা আরএসএসের। তারা সভা বানচালের চেষ্টা করে। এক বিক্ষোভকারী সভামঞ্চের সামনে চলে আসেন। তাঁকে সমর্থকরা মারধর করতে শুরু করে। যদিও মঞ্চ থেকে নেতৃত্ব সংযত হওয়ার আর্জি জানান।
গতকালও মেদিনীপুরে এই কর্মসূচীতে কানহাইয়াকে লক্ষ্য করে ডিম ও টম্যাটো ছুঁড়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা।
যাদবপুরে কানহাইয়া কুমারের সভায় ধুন্ধুমার। জেএনইউ-র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতির নেতার স্লোগান-বিক্ষোভ। যুবককে ধরে মারধর। নেপথ্যে আরএসএস, দাবি আয়োজকদের।
যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে সিপিআইয়ের ছাত্র ও যুব সংগঠনের কর্মসূচীতে কানহাইয়া মঞ্চে ওঠার পরেই কিছুটা দূরেই একদল বিক্ষোভ-স্লোগান দিতে শুরু করে। আয়োজকদের অভিযোগ, ওই লোকেরা আরএসএসের। তারা সভা বানচালের চেষ্টা করে। এক বিক্ষোভকারী সভামঞ্চের সামনে চলে আসেন। তাঁকে সমর্থকরা মারধর করতে শুরু করে। যদিও মঞ্চ থেকে নেতৃত্ব সংযত হওয়ার আর্জি জানান।
গতকালও মেদিনীপুরে এই কর্মসূচীতে কানহাইয়াকে লক্ষ্য করে ডিম ও টম্যাটো ছুঁড়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা।