আজ ইদ-উল-জোহা, জামা মসজিদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ প্রার্থনা
আজ ইদ-উল-জোহা, জামা মসজিদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ প্রার্থনা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্টপতি, প্রধানমন্ত্রী। ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
বকরি ইদ মুসলিম ধর্মে খুবই পবিত্র উত্সব হিসেবে পালিত হয়। মুসলিম ধর্মের মানুষরা সারা বছরে দুধরনের ইদ পালন করে। একটি ইদকে মিষ্টি ইদ বলা হয়, অপরটি হল বকরি ইদ। একটি ইদ সমাজে প্রেমের বাতাবরণ ছড়িয়ে দেয়। মুসলিম ধর্ম অনুযায়ী অপর ইদ মানুষকে যেকোনও পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করা শেখায়।
আজ ইদ-উল-জোহা, জামা মসজিদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ প্রার্থনা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্টপতি, প্রধানমন্ত্রী। ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
বকরি ইদ মুসলিম ধর্মে খুবই পবিত্র উত্সব হিসেবে পালিত হয়। মুসলিম ধর্মের মানুষরা সারা বছরে দুধরনের ইদ পালন করে। একটি ইদকে মিষ্টি ইদ বলা হয়, অপরটি হল বকরি ইদ। একটি ইদ সমাজে প্রেমের বাতাবরণ ছড়িয়ে দেয়। মুসলিম ধর্ম অনুযায়ী অপর ইদ মানুষকে যেকোনও পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করা শেখায়।