(Source: Poll of Polls)
কাউন্সেলিংয়ের জন্য কলেজে যাওয়ার প্রয়োজন নেই, সরকারের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি...ফের পড়ুয়া-অভিভাবকদের বিক্ষোভ সুরেন্দ্রনাথে
কলকাতা: কাউন্সেলিংয়ের জন্য কলেজে যাওয়ার প্রয়োজন নেই। সরকারের তরফে ঘোষণার পরেও বিভ্রান্তি। সুরেন্দ্রনাথ কলেজের সামনে ভর্তি হতে আসা পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। অভিযোগ, গতকাল বিজ্ঞপ্তি জারি হলেও, ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে, ভর্তির মেয়াদ বাড়ানো হবে কিনা, এ সংক্রান্ত কোনও বিষয়ই স্পষ্ট নয়। ফলে ভর্তি নিয়ে পড়ুয়াদের মনে কাজ করছে আশঙ্কা।
এনিয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট নয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বাইরে এসে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিক্ষোভকারীরা গেট পেরোনোর চেষ্টা করলে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।পরে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।
কলকাতা: কাউন্সেলিংয়ের জন্য কলেজে যাওয়ার প্রয়োজন নেই। সরকারের তরফে ঘোষণার পরেও বিভ্রান্তি। সুরেন্দ্রনাথ কলেজের সামনে ভর্তি হতে আসা পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। অভিযোগ, গতকাল বিজ্ঞপ্তি জারি হলেও, ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে, ভর্তির মেয়াদ বাড়ানো হবে কিনা, এ সংক্রান্ত কোনও বিষয়ই স্পষ্ট নয়। ফলে ভর্তি নিয়ে পড়ুয়াদের মনে কাজ করছে আশঙ্কা।
এনিয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট নয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বাইরে এসে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিক্ষোভকারীরা গেট পেরোনোর চেষ্টা করলে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।পরে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।