চেন্নাই পৌঁছলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মামাল্লাপুরমে তাঁর সঙ্গে ঘরোয়া বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠকের দিকে নজর আন্তর্জাতিক মহলের। দুপুর ২টো নাগাদ চেন্নাই বিমানবন্দরে নামেন চিনা প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে ৩৫০ জন শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন। বিমানবন্দর থেকে হোটেল হয়ে মামাল্লাপুরমে যাবেন শি জিনপিং। চিনা প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মামাল্লাপুরমে থাকছে ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সমুদ্রে টহল দেবে নৌসেনার একটি জাহাজও। সন্ধ্যে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাবেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশাহারও করবেন তিনি
Mahakumbh Fire Incident: ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
SBI Home Loans: SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম
Senco Gold Share Price: দু-দিনে প্রায় ৩০ শতাংশ পড়ল সেনকো গোল্ডের শেয়ার, এখন কিনলে ৭৫ শতাংশ রিটার্ন পাবেন ?
RG Kar News: শরীরে দেওয়া মাত্রই বিরূপ প্রতিক্রিয়া? স্যালাইন-বিতর্কের পর এই সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত RG Kar মেডিক্যালে