Birbhum : চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
ABP Ananda LIVE : বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা। নাম, বইওয়ালা। আট থেকে আশি - সবার বই পড়ার সুযোগ পাবেন বাড়িতে বসে। মূল উদ্যোক্তা চিকিৎসক অভিজিৎ চৌধুরী। পরিষেবার উদ্বোধন করেন স্টেট ন্যাশনাল লাইব্রেরির প্রাক্তন গ্রন্থাগারিক ও প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বোন স্বাগতা দাস মুখোপাধ্যায়।
আরও খবর...
IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে এ কোন প্রশ্নের সামনে দাঁড় করালেন ? কেন 'ফিরহাদ' ও 'রাজীব কুমারের' নাম টানলেন শমীক
আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র রেড নিয়ে সরাসরি অমিত শাহকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি হুঁশিয়ারি দিলেন, বিজেপি অফিসে রেড করার। পাল্টা সুর চড়াল বিজেপিও। মুখ্যমন্ত্রীকে বড় প্রশ্নের সামনে দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।শমীক ভট্টাচার্য বলেন, 'কোন দফতরে তদন্ত চলছে, সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী গিয়ে, এইভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা তিনবারের ঘটনা ঘটল। রাজীবকুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্না দিয়েছিলেন। এভাবে কাড়াকাড়ি করেননি !

















