জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করল কেন্দ্র। বিলোপ করা হল সংবিধানের ৩৭০, ৩৫-এ ধারা। বিজ্ঞপ্তিতে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে রাজ্যের মর্যাদা হারিয়ে জম্মু-কাশ্মীর পরিণত হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে। বিলে লাদাখকেও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা। জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে, লাদাখে থাকবে না বিধানসভা। জম্মু-কাশ্মীর ও লাদাখে পৃথক উপ রাজ্যপাল নিয়োগ করা হবে। জম্মু-কাশ্মীর সংশোধনী বিলে সমর্থন জানিয়েছে বিএসপি, বিজেডি ও এআইডিএমকে। সমালোচনা কংগ্রেসের। ঐতিহাসিক ৩৭০ ধারা বলে জম্মু-কাশ্মীর দেশের সঙ্গে যুক্ত হয়েছিল। জম্মু-কাশ্মীরকে সংযুক্ত রাখার জন্য বহু মানুষ আত্মবলিদান করেছে। আমরা সংবিধানের সঙ্গে রয়েছি, কিন্তু বিজেপি সংবিধানকে হত্যা করছে। রাজ্যসভায় মন্তব্য কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের। বিজেপির দাবি, রাজনৈতিক কারণে বিলের বিরোধিতা করা হচ্ছে। ৩৭০ ধারাকে হাতিয়ার করে তিনটি পরিবার সুবিধা নিয়েছে। এই ধারা জম্মু-কাশ্মীরকে কখনও দেশের সঙ্গে এক হতে দেয়নি। ৩৭০ ধারাকে কেন অস্থায়ী বলে উল্লেখ করা হয়েছে সংবিধানে? পাল্টা মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা প্রত্যাহার, সংসদে দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের।
Suvendu Adhikari: 'শুভেন্দু পারফর্মার, ওঁকেই BJP-র রাজ্য সভাপতি করা হোক', দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত
Cyber Crime: বাগদায় ভুয়ো কোম্পানি খুলে ১০ কোটি টাকা প্রতারণা, পুলিশের জালে ব্যাঙ্ক ম্য়ানেজার সহ ৭
Barasat: ৭০ দিন চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, বারাসাত মেডিকেল কলেজে শিশুদিবসেই বড় সাফল্য
Arjun Singh: রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত, কিছু হলে সরকার দায়ী, বললেন অর্জুন