Bangladesh: বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা। আতঙ্কের মধ্যেই এপার বাংলা থেকে ওপার বাংলায় পাড়ি।
ABP Ananda Live: বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা। আতঙ্কের মধ্যেই এপার বাংলা থেকে ওপার বাংলায় পাড়ি। 'অত্যাচার করছে...বলছে জমি তোমার, ফসল আমার'।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস এখনও জেলে। আরও একমাস পিছিয়েছে তাঁর জামিনের শুনানি। সেই আবহে এখনও অশান্ত পড়শি দেশ বাংলাদেশ। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার খবর সামনে আসছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের
ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু-বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনাও। (Bangladesh Situation)
সুনামগঞ্জের মংলাওগ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস নামের এক হিন্দু যুবকের খোঁজ করতেও দেখা যায় কিছুজনকে। প্রকাশ্যে তাঁর নামে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একটি ফেসবুক পোস্টে আকাশ যে মন্তব্য করেছেন, তাতে ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করা হয়েছে। সুনামের বাড়িতে এবং আশেপাশে ভাঙচুরও চালানো হয়। ২০ বছর বয়সি আকাশকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের ডিসি মহম্মদ ইলিয়াস মিয়াঁ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কাউকে আইন হাতে না তুলে নিতে আবেদন জানিয়েছেন তিনি। (Bangladesh News)