Bangladesh News:'বর্ডার খুলে দিক কেন্দ্র', প্রধানমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে আর্জি কার্তিক মহারাজের
ABP Ananda LIVE : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জেলের মেয়াদ বাড়ার পরেই একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা। ঘেরাও থানা, হাত গুটিয়ে পুলিশ-সেনা। কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? বাংলাদেশের সুনামগঞ্জ জেলাজুড়ে তাণ্ডব। মারমুখী মৌলবাদী, সন্ত্রস্ত সংখ্যালঘু। দোয়ারাবাজারে তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। 'সারা পৃথিবী এর মধ্যে জেনেছেন বাংলাদেশের কী অবস্থা। কাল রাতে প্রচুর মন্দির ভাঙচুর করেছে,হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছে। একজন বন্দী তাঁর বিরুদ্ধে কোনও উকিল নেই, পিটিয়ে মেরে দিচ্ছে। আইসিইউ-তে ভর্তি রয়েছে। খুব ভয়ানক পরিস্থিতি সেখানকার। হাইকমিশনকে দ্রুত পদক্ষেপের আর্জি জানাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারত সরকারকে জানিয়েছি,ব্যবস্থা না হলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আরও বৃহত্তর আন্দোলন হবে। আন্দোলনে নামব। বর্ডার খুলে দিক কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া হোক', বললেন কার্তিক মহারাজ।
বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। এই অবস্থায় বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। বাংলাদেশী পণ্য বর্জনের ডাক দিয়ে এদিন ধর্মতলায়, মিছিল করল তাঁরা।